রাজবাড়ীর গোয়ালন্দের পাক দরবার শরীফের পীর নুরুল হক আর নেই

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পাক দরবার শরীফের পীর মো. নুরুল হক আর নেই। শনিবার (২৩ আগস্ট) ভোরে ঢাকার পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
পরিবার সূত্রে জানা যায়, পীর নুরুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম নুরুল হক গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অধিবাসী হাতেম মোল্লার ছোট ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার কনিষ্ঠ। দীর্ঘ সময় ধরে তিনি পাক দরবার শরীফে বসবাস করতেন এবং ভক্ত-অনুসারীদের নিয়ে আধ্যাত্মিক চর্চায় নিয়োজিত ছিলেন।
ছোটবেলায় তিনি মাটির বদনা বাজিয়ে গান ও বাদ্যযন্ত্রে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে ইসলামী দাওয়াতের কাজে সম্পৃক্ত হন। বিশেষত শেষ ইমাম মেহেদী (রাঃ) এর দ্বীন প্রচারের মাধ্যমে তিনি ভক্তদের আধ্যাত্মিক দীক্ষা দিতেন। তাঁর সরল জীবনযাপন, ধর্মপ্রচার এবং ভক্তদের প্রতি আন্তরিকতা তাঁকে জনপ্রিয় করে তোলে।
পীর নুরুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাক দরবার শরীফে হাজার হাজার ভক্ত সমবেত হন। তাঁরা প্রিয় পীরের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, তাঁর দোয়া ও মুরিদদের প্রতি ভালোবাসা তাঁকে এলাকায় একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।