প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জে।। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আবারও ঘটলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার দুপুরে উপজেলার ছাগল ছেড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের পানিতে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দ্রুতগতিতে চলতে থাকা বাসটি ছাগল ছেড়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে গাড়িটি রাস্তা থেকে স্লিপ করে গভীর পানিতে পড়ে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তারা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উদ্ধার কাজে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি টিমও অংশ নেয়। তারা বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো বাসে কেউ আটকে আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, ওই সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হলেও প্রয়োজনীয় সংস্কার হয়নি। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা বাংলাদেশে প্রায় নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং অগণিত মানুষ আহত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, বেপরোয়া গতি, চালকের অসাবধানতা এবং রাস্তার অব্যবস্থাপনা দুর্ঘটনার মূল কারণ।