পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মাধ্যমে এই দিনটি স্মরণ করা হয়।
এ উপলক্ষে বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি পুরো এলাকা মুখরিত করে তোলে।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আল করিম সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু। বক্তৃতায় তিনি স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাস তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠনটির ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আকতার হোসেন বাবু, মাহমুদুর রহমান, আবু রায়হান তাজ এবং ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল প্রমুখ।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন নতুন উদ্যম ও শক্তি জোগাবে সংগঠনের মাঠ পর্যায়ের কার্যক্রমে। তাদের আশা, এ ধরনের কর্মসূচি দলের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।