সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) তাদের সাংগঠনিক কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ পিয়াস উদ্দীন, আর সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ৪র্থ ব্যাচের সংগীত বিভাগের শিক্ষার্থী মোঃ হৃদয় সরকার। একইসাথে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকার বলেন, “ছাত্ররা যেমন বই-খাতা-কলম নিয়ে সমাজ উন্নয়নে কাজ করে, তেমনি যে কোনো অশুভ শক্তি রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা ব্যাহত করলে ছাত্রদলও দৃঢ় অবস্থানে থাকবে। আমরা বিশ্বাস করি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।”
সভাপতি মোঃ পিয়াস উদ্দীন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ত্যাগী ও মেধাবী নেতৃত্বকে মূল্যায়ন করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলও এর ব্যতিক্রম নয়। আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।”
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। দীর্ঘদিন পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি গঠনের মাধ্যমে শিক্ষাঙ্গনে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।