জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে অঙ্কিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশপ্রেমময় স্লোগান— “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ; সবার আগে বাংলাদেশ।”
গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিউল আউয়াল। তিনি বলেন, “এই স্লোগান কেবল একটি রাজনৈতিক বার্তা নয়, এটি আমাদের হৃদয়ের বিশ্বাস। আমরা চাই তরুণ প্রজন্ম দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাকে ধারণ করুক। সবার আগে বাংলাদেশ—এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”
গ্রাফিতি অঙ্কন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রিয়াজুল আরেফিন, শাহিনুল ইসলাম টিটু ও আবদুল জলিল। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ সৌরভ, মনিরুজ্জামান মনির ও নয়ন কুমার দে সহ অন্যান্য নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উক্ত সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, “তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ধরনের সৃজনশীল ও দেশপ্রেমময় কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে জাতীয় চেতনাকে আরও জোরদার করবে বলে আশাবাদ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।