নালিতাবাড়ীতেখালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মেয়র ঝিল সংলগ্ন রফিক হোটেলে নালিতাবাড়ী উপজেলা ও শহর বিএনপির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে বলেন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে অবিচল ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার অন্যায় নির্যাতনের শিকার হলেও নতিস্বীকার করেননি। বক্তারা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মানিক মিয়া এবং প্রত্যেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।