আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান, শহর যুব বিভাগের সভাপতি আবু তালেব ও সদর যুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যুব সমাজের প্রতি আরও বেশি প্রত্যাশা রাখছে। ইতিহাস সাক্ষ্য দেয়—বিশ্বের বড় পরিবর্তনগুলো এসেছে যুবকদের হাত ধরেই। তারা বিশ্বাস করেন, আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই হবে অগ্রণী শক্তি। এজন্য প্রয়োজন সুস্থ জাতি গঠনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা, যাতে যুবশক্তি সঠিক পথে বিকশিত হতে পারে।
বক্তারা আরও বলেন, আজকের তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, অনৈতিকতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে। সুশিক্ষা, নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে হবে আগামীর নেতৃত্ব। কারণ একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে যুবশক্তির বিকল্প নেই।
আলোচনা সভা শেষে র্যালিটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে নিউমার্কেট মোড়, খুলনারোড মোড় ও নারকেলতলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় পার্কে এসে শেষ হয়। এতে শত শত যুবক অংশ নেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।