প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এবং ইসলাম, দেশ ও মানবতাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫টায় ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না, জবাবদিহিমূলক সরকার কায়েম হবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।”
পীর সাহেব চরমোনাই বলেন, জবাবদিহিতার অভাবেই ফ্যাসিবাদ জন্ম নেয়। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ক্ষমতার কেন্দ্রীকরণ কমাবে এবং সংলাপের সংস্কৃতি গড়ে তুলবে। এতে সকল দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা সভাপতি আলহাজ্ব মুফতী মোস্তফা কামাল। পরিচালনা করেন জেলা সেক্রেটারি হাফেজ মনিরুজ্জামান।
পীর সাহেব চরমোনাই বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের প্রভাব এখনো দেশকে অস্থিতিশীল করে রেখেছে। রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায় শিষ্টাচার বজায় রাখতে হবে, যেন পুরনো স্বৈরাচার পুনরায় মাথাচাড়া না দেয়।
তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর দেশ গঠনে সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরি হলেও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসেনি। চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে। বিশেষ করে মিডফোর্ট হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় জনতার ক্ষোভ দমন করা হয়েছে রাজনৈতিক স্বার্থে, যা অগ্রহণযোগ্য।
পীর সাহেব চরমোনাই বলেন, বিএনপির রাজনীতির সাথে জড়িত অনেক অপরাধী দলের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের বহিষ্কার করাই যথেষ্ট নয়, অপরাধ ঘটার আগে ব্যবস্থা নিতে হবে। জনগণের ক্ষোভ দূর করতে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে মুফতী মোস্তফা কামাল বলেন, জুলাই বিপ্লব ছিল ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। কিন্তু ক্ষমতালোভী কিছু মানুষের কারণে সেই প্রত্যাশা ক্ষীণ হয়ে গেছে। তিনি সোহাগ হত্যার দৃষ্টান্ত টেনে বলেন, চাঁদাবাজি ও রাজনৈতিক দস্যুতা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের পরিপন্থী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা সহ-সভাপতি ও মাগুরা-০১ আসনের এমপি প্রার্থী মাওলানা নাজিবুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মশিউর রহমানসহ ইসলামী আন্দোলনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
পীর সাহেব চরমোনাই সমাবেশে মাগুরার ২ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।