গোপালগঞ্জ কাশিয়ানীতে ৪০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ নারী আটক

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক নারীর নাম সাথি খানম ওরফে সুন্দরী (পিতা: রেজাউল শেখ)। তিনি উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রাম এলাকার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে যৌথ বাহিনী দোলাগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় সাথি খানমকে তার বাড়ির পাশ থেকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, “আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সাথি খানম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কারণে এলাকায় অসামাজিক কার্যকলাপ ও মাদক বিস্তারের ঝুঁকি বৃদ্ধি পেয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ উদ্যোগটির প্রশংসা করেছেন।
উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ইয়াবা ও গাঁজা সেবন সমাজে অপরাধ প্রবণতা বাড়ায় এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।