মানিকগঞ্জে উপবৃত্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে ২০২৫) সকালে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মশালায় হরিরামপুর ও সিংগাইর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, মাদরাসার সুপার ও আইসিটি শিক্ষকরা অংশ নেন।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আব্দুল্লাহ বিন শফিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক (যুগ্ম সচিব) মো. আসাদুল হক। তিনি তার বক্তব্যে উপবৃত্তির ডাটা এন্ট্রি পদ্ধতি, যাচাই-বাছাই ও কার্যকর ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা শিক্ষা অফিসার জনাব আমির হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সিংগাইর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এবিএম আব্দুল হান্নান।
এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুমা সরকার এবং সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকি।
কর্মশালায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও উপবৃত্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।