দুর্নীতি, অসৎ শাসন ও অবিচারের অবসান ঘটিয়ে সৎ ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা আমীর এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দী গ্রামে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মোবারক হোসাইন বলেন, “আমরা কোরআন-সুন্নাহভিত্তিক শাসন ব্যবস্থা চাই, যা মানুষের জীবন থেকে অন্যায়, শোষণ ও দুর্নীতি দূর করবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার কৃতকর্মের জন্য বিদায় নিতে হয়েছে। জনগণ তার অন্যায় ও স্বৈরশাসন মেনে নেয়নি, ফলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাকে পালাতে হয়েছে। আমরা চাই, আগামী নির্বাচনে দুর্নীতিবাজ ও স্বৈরাচারী শক্তি যেন ক্ষমতায় ফিরতে না পারে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক আন্দোলন। মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য জনগণের ঐক্যবদ্ধ সমর্থন ও আস্থা প্রয়োজন।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক এড. মুনিরুজ্জামান, জেলা প্রচার সম্পাদক মো. রোকন উদ্দিন, সরাইল উপজেলা আমীর মো. এনাম খান, উপজেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান জাবেদ, উপজেলা সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেকসহ ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোবারক হোসাইনের বিজয় নিশ্চিত করতে স্থানীয় নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।