মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্ট। শনিবার সকাল থেকে দিনব্যাপী গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় সুকতাইল একাদশ, মানিকদাহ একাদশ, আড়পাড়া একাদশ ও কোটালীপাড়া একাদশ।
দিনের প্রথম পর্বের খেলায় চমৎকার পারফরম্যান্স দেখিয়ে সুকতাইল একাদশ এবং মানিকদাহ একাদশ ফাইনালে জায়গা করে নেয়। বিকেলে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে সুকতাইল একাদশ ৩-০ গোলের ব্যবধানে মানিকদাহ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সুকতাইলের আক্রমণভাগের খেলোয়াড়রা শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই তিনটি গোল নিশ্চিত করে নেয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জ জেলা আহ্বায়ক মো. জুবায়ের হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক, সদস্য সচিব চৌধুরী মঞ্জরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, সদর উপজেলা আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, পৌর আহ্বায়ক সেলিম মোল্লা, জেলা সদস্য ডলার ইসলাম, পিয়াস, রাজিব বিশ্বাস, ইমরুল হাসান, আ. আলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শেখ মুশফিকুর রহমান রেন্টু। আয়োজকরা জানান, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে উৎসাহিত করবে এবং স্থানীয় খেলাধুলার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, দীর্ঘদিন পর গোপালগঞ্জে এমন একটি বড় টুর্নামেন্ট হওয়ায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ভবিষ্যতে আরও বড় আকারে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।