প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ১:৩৫ পি.এম
রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি

নির্বাচন কমিশন (ইসি) রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এই তালিকা নির্ধারিত স্থানে টানিয়ে দেবেন। এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন।
শনিবার (৯ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন ভোটারদের তথ্য সম্পূরক তালিকার খসড়ায় প্রকাশ করা হবে রোববার।
সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি সংশোধনের জন্য আবেদন করা যাবে ২১ আগস্ট পর্যন্ত। এজন্য নির্ধারিত ফরম—ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ ব্যবহার করতে হবে।
দাখিলকৃত আবেদনসমূহ সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট।
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যাদের বয়স আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin