মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে যৌথ অভিযানে ৪৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে সদর উপজেলার টুঙ্গীপাড়া রোডে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নেতৃত্ব দেন মেজর জুভেন ওয়াহিদ। এ সময় নড়াইল জেলার নড়াগাতি থানার পাখিমাড়া গ্রামের বাসিন্দা আইযুব মোল্লার ছেলে তুরজাউন (৩০) কে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পালসার মোটরসাইকেল, নগদ ২৬০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এসব অবৈধ মালামালসহ আটককৃত ব্যক্তিকে সকাল ১১টা ৩০ মিনিটে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জে নিয়মিত তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে। তারা আরও বলেন, ইয়াবা, ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্যের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, টুঙ্গীপাড়া রোডসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে এই ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীরা ক্রমে দমন হবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।