মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ পৌরসভায় কয়েকদিন ধরে সাপ্লাই পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে। খুব অল্প পরিমাণ পানি সরবরাহ হওয়ায় শহরের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ভোর থেকে কল খুলে রাখলেও পর্যাপ্ত পানি মিলছে না বলে অভিযোগ করছেন বাসিন্দারা।
শহরের বিভিন্ন ওয়ার্ডে পানি সংকট এখন যেন নিত্যদিনের ঘটনা। গৃহস্থালি কাজ থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা—সবখানেই দেখা দিয়েছে অসুবিধা। অনেকে বাধ্য হয়ে দূরদূরান্ত থেকে পানির জার কিনে আনছেন, যা নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, মাস শেষে পৌরসভা ঠিকই পানির বিল ধরিয়ে দেয়, সময়মতো বিল না দিলে সংযোগ বিচ্ছিন্নের হুমকিও দেয়। কিন্তু পানি সরবরাহে দায়িত্বশীলতা নেই বললেই চলে। “আমরা বিল দিই ঠিকই, কিন্তু সেবা পাই না—এটা কেমন ন্যায়বিচার?”—এমন ক্ষোভ ঝরছে অসন্তুষ্টদের কণ্ঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার একটি প্রধান পানি সরবরাহকারী মেশিন বিকল হয়ে পড়েছে। এর ফলে উৎপাদন ও সরবরাহ উভয়ই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে মেশিনটি মেরামতের জন্য এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি। এ অবস্থায় প্রতিদিনের চাহিদা পূরণ তো দূরের কথা, মৌলিক জলের সরবরাহও নিশ্চিত করা যাচ্ছে না।
শহরবাসীর একটাই দাবি—পানি সংকটের দ্রুত সমাধান করতে হবে। নইলে দৈনন্দিন জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে এবং জনস্বাস্থ্যের জন্যও এটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। অনেকেই আশঙ্কা করছেন, সংকট দীর্ঘায়িত হলে পানিবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে।