প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ১০:০৪ এ.এম
জনগণ বিপক্ষে গেলে কোনো শক্তি টিকতে পারে না : ইঞ্জিনিয়ার মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সংবিধান, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ নিজেদের পক্ষে নিয়েছিল, কিন্তু জনগণ তাদের বিপক্ষে চলে যাওয়ায় কেউ তাদের রক্ষা করতে পারেনি।”
তিনি আরও বলেন, “জনগণ যাদের পক্ষে থাকে, সব শক্তি তাদের পক্ষে থাকে। ২০০৮, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের নির্বাচনে তারা সাময়িক বিজয়ী হলেও জনগণের বিপক্ষে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি।”
শনিবার (৯ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে শ্যামল বলেন, “আপনারা হয়তো আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন। যার যার জায়গা থেকে ঈমানি দায়িত্ব পালন করবেন। কারও পক্ষে নয়—সুষ্ঠু নির্বাচনের জন্য যে দায়িত্ব দেয়া হবে তা সঠিকভাবে পালন করবেন। খেয়াল রাখবেন, জাতির কাছে আপনাদের বিবেক যেন প্রশ্নবিদ্ধ না হয়।”
অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ৪১ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin