প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৪:৪৮ এ.এম
বাকৃবিতে টিম উৎসবের ‘নস্টালজিয়ায় বাংলা’ অনুষ্ঠিত

নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হলো অনন্য সাংস্কৃতিক উৎসব ‘নস্টালজিয়ায় বাংলা’। শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সংগঠন টিম উৎসব। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাকৃবি সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)।
মেলার আয়োজন ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। সেখানে স্থান পেয়েছিল দেশি ও বিদেশি খাবারের স্টল, গহনা, হস্তশিল্প, ঘর সাজানোর নান্দনিক উপকরণ এবং হাতে মেহেদি দেওয়ার কর্নার। দর্শনার্থীরা শুধু কেনাকাটাই করেননি, বরং নিজের পছন্দের খাবারের স্বাদ নিয়েছেন আর মেহেদির নকশায় হাত সাজিয়েছেন।
সাংস্কৃতিক পর্বে ছিল পুরনো দিনের জনপ্রিয় সিনেমার গান, নাচ, আবৃত্তি, বিশেষ ম্যাগাজিন শোসহ নানা বিনোদনমূলক আয়োজন। দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে বিশেষ আকর্ষণ ‘র্যাফেল ড্র’, যার বিজয়ীদের হাতে অনুষ্ঠান শেষে পুরস্কার তুলে দেন আয়োজকরা। পাশাপাশি বিভিন্ন সেগমেন্টে সেরা উপস্থাপনাকারীদেরও পুরস্কৃত করা হয়।
টিম উৎসবের উদ্যোক্তারা জানান, প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে শৈশব ও যৌবনের অনেক সরল আনন্দ ও ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে তারা সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনতে চেয়েছেন—যখন সাদা পর্দায় সিনেমা দেখা ছিল উৎসব, চিঠি লেখা ছিল আবেগের ভাষা, বিকেল কাটত লাটিম আর কানামাছি খেলায়, আর রেডিও-ক্যাসেট প্লেয়ারে প্রিয় গানের সুর ভেসে বেড়াত।
তারা আরও বলেন, "‘নস্টালজিয়ায় বাংলা’ মূলত প্রজন্ম থেকে প্রজন্মের সেতুবন্ধন গড়ে তোলার প্রচেষ্টা। আমরা চাই, তরুণরা যেন শিকড় ভুলে না যায় এবং ঐতিহ্যের গর্বে বড় হতে শেখে।"
টিম উৎসবের সাধারণ সম্পাদক নুবাহ নাশিতা ফারিহাত বলেন, "এই আয়োজনের মাধ্যমে কেবল পুরনো দিনের স্মৃতিচারণ নয়, বরং নতুন প্রজন্মকে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সৌন্দর্য ও গর্বের সঙ্গে পরিচিত করানোই আমাদের লক্ষ্য। আমরা আশা করি, এই উদ্যোগ বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসার নতুন প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করবে।"
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin