প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৪:৪১ এ.এম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোসলে নেমে চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গোসলে নেমে দুই চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহতরা হলেন—সজল জয়ধর (২০), পিতা পঙ্কজ জয়ধর, এবং অনুছোয়া জয়ধর (৭), পিতা শংকর জয়ধর। তারা একই গ্রামের বাসিন্দা ও আপন চাচাতো ভাইবোন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সজল ও অনুছোয়া স্থানীয় প্রশান্ত জয়ধরের পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে ছোট্ট অনুছোয়া গভীর পানিতে ডুবে গেলে বড় ভাই সজল তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন। কিন্তু তিনিও স্রোত ও পানির গভীরতায় তলিয়ে যান।
দীর্ঘ সময় পুকুর থেকে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ৪৫ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, সজল ছিলেন পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজে সাহায্যকারী একজন পরিশ্রমী যুবক, আর অনুছোয়া ছিল সবার আদরের মেয়ে। তাদের এভাবে চলে যাওয়া পুরো গ্রামবাসীর হৃদয় ভেঙে দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin