অসীম চাকমা, বিলাইছড়ি প্রতিনিধি।। রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ বিলাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালেই বিলাইছড়ি থানায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি বিলাইছড়ি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক ত্রিপক্ষীয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং সেখানে বৃক্ষরোপণ ও ক্যাম্পাস পরিদর্শন করেন।
পরে জেলা প্রশাসক বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদানের মান যাচাই করেন। একই দিন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বখতেয়ার হোসেন, বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা। শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পানির বোতল বিতরণ করেন। এরপর তিনি উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। বক্তব্যে তিনি বলেন, “পার্বত্য অঞ্চলের শিক্ষা ও জীবনধারার বৈচিত্র্য বিবেচনায় নিয়েই পরিকল্পনা নিতে হবে। পাহাড়ি অঞ্চলে কর্মসংস্থানের অভাব, কৃষির সীমাবদ্ধতা এবং শিক্ষকের সংকট দারিদ্র্য বিমোচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমরা পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। শিক্ষা খাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন জরুরি।”
তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক শিক্ষকদের এক হাজার পদ শূন্য রয়েছে এবং একটি মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া থেমে ছিল। তার চিঠির পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত গড়ায় এবং মামলাটি এখন নিষ্পত্তি হয়েছে। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। এর আগের দিন জেলা প্রশাসক ফারুয়া ইউনিয়নের সীমান্ত সড়কের অগ্রগতি, ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, গোয়াইনছড়ি উচাইন্দ্যা শিশু আশ্রয় কেন্দ্র ও ফারুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এসব পরিদর্শন শেষে তিনি বিলাইছড়ি সদরে রাতযাপন করেন।