প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৫:২৯ এ.এম
নীলফামারীতে শিক্ষার্থীদের স্বার্থে বৃত্তি পরীক্ষা চালুর দাবি জানিয়ে স্মারকলিপি পেশ

সেলিম রেজা, নীলফামারী।। নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সদরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্রী জ্যোতিষ বিকাশ চন্দ্র রায়ের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণ করে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও যথাযথ কর্তৃপক্ষের নিকট তা পাঠানোর আশ্বাস দেন। শিক্ষকদের পক্ষে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গোড়গ্রাম কে এম সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাজ্জাজ বিন হবিবর, জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান, বিশমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. লুৎফন নাহার, শালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান, ২নং পুটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাহ্ উদ্দিন নুরী, ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার রায়, টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়ফুল ইসলাম মানিক, নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান আসাদসহ আরও অনেকে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের সন্তান এবং তাদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ অতি গুরুত্বপূর্ণ। অন্যদিকে, কিন্ডারগার্টেন সমূহ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষা চালু রেখেছে, যাতে শুধুমাত্র তাদের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারে। ফলে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
অভিভাবকদের পক্ষ থেকেও বারবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা চালুর দাবি জানানো হচ্ছে। এছাড়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়, কিছু কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষাকে বাধাগ্রস্ত করার জন্য ঢাকা শহর অচল করে দেওয়ার হুমকি দিচ্ছেন এবং পরীক্ষার্থীদের ওপর হামলার আশঙ্কাও প্রকাশ করেছেন।
এসব বিষয় বিবেচনা করে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করা হয়েছে, যাতে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin