প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১২:৫৯ পি.এম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর অটোভ্যান চুরি, পাশে দাঁড়ালেন ইউএনও

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের বাসিন্দা মাসুম শেখ জন্ম থেকেই শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী। বয়স মাত্র ৩০ বছর হলেও জীবনসংগ্রামে তার অভিজ্ঞতা অনেক দীর্ঘ। ছোটবেলায় বাবাকে হারিয়ে মা আবেজান বেগমকে নিয়ে শুরু হয় তার কঠিন জীবনযাত্রা। পরবর্তীতে বিয়ে করে স্ত্রীসহ ছোট একটি পরিবার গড়ে তুললেও জীবনযুদ্ধ থেমে থাকেনি।
চার বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে মাসুম একটি অটোভ্যান কিনেছিলেন। সেই ভ্যান চালিয়ে চলে তার সংসার—মা ও স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। কিন্তু দুর্ভাগ্যবশত ৩১ জুলাই রাতে চুরি হয়ে যায় মাসুমের সেই অটোভ্যানটি। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে পুরো পরিবার পড়ে চরম অনিশ্চয়তায়।
সাহায্যের আশায় মাসুম পরিবার দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু তেমন সহানুভূতির দেখা মেলেনি। ঠিক তখনই আশার আলো হয়ে তাদের পাশে দাঁড়ান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
স্থানীয় কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসতিয়াক হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ইউএনও দ্রুত মাসুমের বাড়িতে ছুটে যান। দেন সান্ত্বনা ও আশ্বাস। এরপর তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীকে মাসুমের সহায়তায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তারই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মাসুম শেখকে ২০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়, যা দিয়ে তিনি পুনরায় একটি অটোভ্যান কিনতে পারবেন।
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাসুম ও তার পরিবার। মা আবেজান বেগম বলেন, “আমার প্রতিবন্ধী ছেলে ভ্যান চালিয়ে সংসার চালাতো। ভ্যানটি চুরি যাওয়ার পর আমরা অনেকের কাছে গিয়েছি, কেউ সাহায্য করেনি। ইউএনও ম্যাডাম আমাদের পাশে দাঁড়িয়েছেন। তিনিই আমাদের নতুনভাবে বাঁচার আশা জুগিয়েছেন।”
এ বিষয়ে ইউএনও ফারজানা আক্তার বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। সরকারের পক্ষ থেকে যা সম্ভব ছিল, তা করেছি। ভবিষ্যতেও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন অসহায় মানুষের পাশে থাকবে।”
এই মানবিক পদক্ষেপটি টুঙ্গিপাড়ার মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সামাজিক সহায়তার এমন উদাহরণ স্থানীয় প্রশাসনের প্রতি আস্থা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন এলাকাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin