প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১২:৫৬ পি.এম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫ তারিখে বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এই সভা হয়।
সভাটির আয়োজন করে মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের প্রশাসন। শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অভিভাবক-প্রতিষ্ঠান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
এছাড়াও সভায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার এবং প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়প্রীতি তৈরি, নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনের প্রয়োজনীয়তা এবং নিরাপদ শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অভিভাবক ও বিদ্যালয় প্রশাসনের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনই শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই ধরনের মতবিনিময় সভা শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক বলে মনে করেন অংশগ্রহণকারীরা। উপস্থিত অভিভাবকরাও এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin