প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১২:৫২ পি.এম
নড়াইল জেলাধীন নড়াইল সদর উপজেলা খাদ্যবান্ধব ডিলার নিয়োগ লটারি অনুষ্ঠান

নড়াইল জেলাধীন নড়াইল সদর উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার, ৭ আগস্ট বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাশ চন্দ্র মুখার্জী।
জানা গেছে, সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ১১২ জন আবেদনকারী এই লটারি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রেখে লটারির মাধ্যমে ২৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে খাদ্যবান্ধব ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, খাদ্যবান্ধব ডিলার কার্যক্রম বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি, যার মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষকে খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়। এ ধরনের ডিলার নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সুবিধাভোগীরা নির্ভরযোগ্য ও ন্যায্য সেবা পান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, “সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি জনগণের অধিকার নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার লক্ষ্যে লটারি পদ্ধতি একটি সময়োপযোগী উদ্যোগ।”
উপজেলা পর্যায়ে এই ধরনের স্বচ্ছ লটারি অনুষ্ঠান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান স্থানীয় সুধী সমাজ ও অংশগ্রহণকারীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin