মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নাগরিকদের ভোগান্তি কমাতে ও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরো সহজ, দ্রুত ও কার্যকর করতে একটি টাস্কফোর্স কমিটি গঠন করে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
সভায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী এবং সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী।
ইউএনও ফারজানা আক্তার সভায় বলেন, “বিভিন্ন জটিলতার কারণে জন্ম ও মৃত্যু সনদ নিতে জনগণকে দীর্ঘদিন ধরে নানা রকম ভোগান্তি পোহাতে হতো। এখন আমরা এমন একটি ব্যবস্থা গ্রহণের পথে এগোচ্ছি, যেখানে সহজেই এই সেবা নাগরিকদের হাতের নাগালে পৌঁছে যাবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে —জনগণের ভোগান্তি দূর করা এবং দ্রুততম সময়ে নির্ভুল নিবন্ধন নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, নিবন্ধন প্রক্রিয়াকে ডিজিটালাইজ ও কেন্দ্রীভূত করে নাগরিকদের জীবনযাত্রা সহজ করাই হবে এই টাস্কফোর্সের মূল কাজ।
উল্লেখ্য, দেশে নাগরিক সেবা উন্নয়নের অংশ হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অনেক সময় সঠিক নিবন্ধনের অভাবে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সুবিধা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হন। এমন বাস্তবতায় টুঙ্গিপাড়ায় এই ধরনের টাস্কফোর্স কমিটি কার্যক্রম বাস্তবায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারাও নিজ নিজ বিভাগ থেকে নিবন্ধন সেবা আরও কার্যকর করতে কীভাবে অবদান রাখা যায়, তা নিয়ে মতামত দেন।
এ ধরনের উদ্যোগ শুধু টুঙ্গিপাড়া নয়, দেশের অন্যান্য উপজেলাতেও রোল মডেল হিসেবে কাজ করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।