প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১১:০৭ এ.এম
ইসরায়েলি গুপ্তচর রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে রুজবেহ ভাদি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (৬ আগস্ট) ইরানি বিচার বিভাগের অধীনস্থ সংবাদমাধ্যম মিজান এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, রুজবেহ ভাদি ইরানের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সরকারি সংস্থায় কর্মরত ছিলেন এবং তিনি গোপনে তেল আবিবের হয়ে কাজ করতেন। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি গত জুনে ইরানে ইসরায়েলি হামলায় নিহত এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ফাঁস করেছিলেন, যা ওই বিজ্ঞানীর মৃত্যুর অন্যতম কারণ হিসেবে বিবেচিত।
ইরান দাবি করেছে, ভাদির কর্মকাণ্ড দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তার বিরুদ্ধে ছিল, এবং এতে জনশৃঙ্খলায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
গত কয়েক মাসে ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত অন্তত ৮ জন গুপ্তচর-এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মিজান।
উল্লেখ্য, গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একাধিক বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল তেহরানের শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীরা। এর পাল্টা জবাবে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে। এই উত্তেজনার প্রেক্ষাপটে গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থান আরও জোরালোভাবে প্রতিফলিত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin