জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপির আয়োজনে মিছিলটি হাসপাতাল ঘাট এলাকা থেকে শুরু হয়ে বাজার হয়ে ধূপ্যাচর পর্যন্ত গিয়ে পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য এই মিছিলে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। শ্লোগানে শ্লোগানে মুখর মিছিলে দলের প্রতি দৃঢ় সমর্থন ও আন্দোলনের চেতনা পুনরায় জাগ্রত করার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
মিছিল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন—
বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল বারেক খাঁ,
উপদেষ্টা মণ্ডলীর সদস্য অমর জীব চাকমা,
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা,
যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু),
কৃষক দলের সাধারণ সম্পাদক ভিএল পাংখোয়া,
জাসাসের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম,
কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি কবীর হোসেন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আল মামুন,
উপজেলা মহিলা দলের সভাপতি দেলোয়ারা বেগম,
বিলাইছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. অলি আহমেদ,
ফারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা,
কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির,
ফারুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি যতীন তঞ্চঙ্গ্যা।
আলোচনা শেষে বর্ষপূর্তি উপলক্ষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।