প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৬:১২ এ.এম
গনঅভ্যুত্থান দিবসে বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর চমকপ্রদ গন মিছিল

হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল গণমিছিল—যা স্থানীয়ভাবে সাম্প্রতিককালের অন্যতম আলোচিত রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছে।
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে আয়োজিত এ গণমিছিলের মূল উদ্দেশ্য ছিল “নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের শক্তিকে জাগিয়ে তোলা”। মিছিলটি শুরু হয় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে, এবং সুশৃঙ্খলভাবে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
গণমিছিলটি সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যাপক বশির উদ্দিন, এইচ এম জাফরউল্লাহ, পৌর আমীর মো. নুরুল হক, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, উপজেলা মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন ও যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান শাওন।
তাঁদের সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। জনস্রোতে রূপ নেওয়া এই গণমিছিল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
গণমিছিলটি ছিল পুরোপুরি শান্তিপূর্ণ এবং প্রশাসনের সাথে কোনো সংঘর্ষ ছাড়াই সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা দলের পতাকা, ব্যানার ও স্লোগানসহ সংগঠনের কেন্দ্রীয় দাবিগুলো তুলে ধরেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin