মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকারে গোপালগঞ্জের কাশিয়ানীতে পালিত হয়েছে জাতীয় দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কাশিয়ানী প্যারামেডিকেল কলেজের বিপরীতে অবস্থিত দস্তরখানা এন্ড রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন দেশের কণ্ঠ-এর কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম)। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ কনক, এবং সঞ্চালনা করেন কাশিয়ানী প্রেসক্লাবের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ হোসেন মুছা।
আলোচনায় বক্তারা বলেন, দেশের কণ্ঠ শুরু থেকেই পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। পত্রিকাটির সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতা আজ গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।
বক্তব্য রাখেন— আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ শিকদার, জাতীয়তাবাদী শ্রমিক দল গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ মতিউর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দীন অপু, জেলা প্রতিনিধি মোঃ মানিক সিকদার, লোহাগড়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল কাফি, স্টাফ রিপোর্টার মোঃ ফয়েজুল্লাহ ফয়সাল, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মোঃ বাইতুল হাসান চৌধুরী, সহ-সভাপতি মোঃ রায়হান মুন্সি জসিম প্রমুখ।
স্বাগত বক্তব্যে মোহাম্মদ আম্মার মিয়া (অসীম) বলেন, “আমরা সবসময় জনগণের পক্ষে থেকে সৎ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের চেষ্টা করি। ”স্টাফ রিপোর্টার ফয়েজুল্লাহ ফয়সাল বলেন, “‘সব পাঠকের কাগজ’—এই স্লোগানকে সামনে রেখে দেশের কণ্ঠ ৯ম বর্ষে পদার্পণ করেছে। পাঠকপ্রিয়তা ও বিশ্বাস অর্জনই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম, যুবদল নেতা আরিফুল ইসলাম পাবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শেখ, প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক কে.এম. আহসান হাবিব দুলাল, সদস্য মোঃ আশরাফুজ্জামান, শেখ ইমরান, মোঃ জুয়েল হাসান এবং অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
উল্লেখযোগ্য এই আয়োজন কাশিয়ানীতে সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।