শার্শার ডিহিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া

শ্রদ্ধা, চেতনা ও নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে যশোরের শার্শায় উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৪ সালের ৭ জুলাইয়ের গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে এর চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দেশের গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবু, শিক্ষার্থী ফাহিম মুত্তাসিন, আফরিন খান, ফাতেমা খাতুন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোমিনুর রহমান, সাহেব আলী, সাগর হোসেন, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, জাকির হোসেন, সফিকুল ইসলাম, আক্তারুজ্জামান রুনু সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীরা তাদের চিত্র ও রচনার মাধ্যমে ইতিহাসকে তুলে ধরায় প্রশংসিত হন।
সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক আরিফ মাহমুদ।
এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সচেতন প্রজন্ম গড়ার প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।