সিংগাইরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিশাল বিজয় র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু-র নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
র‍্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। প্রায় দুই হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে।
সমাবেশে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান মিঠু। তিনি বলেন, “ছাত্র-জনতা তাঁদের রক্ত ও জীবন দিয়ে এ দেশের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছিল। ৫ আগস্ট কেবল একটি তারিখ নয়, এটি গণতন্ত্রের জন্য আত্মত্যাগের প্রতীক। এই অর্জন যেন হারিয়ে না যায়, সেটি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।” মিঠু শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান।
র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন: পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএনপি নেতা আতাউর রহমান আতা এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও ঐক্য প্রদর্শন র‍্যালিটিকে এক শক্তিশালী রাজনৈতিক বার্তায় রূপান্তরিত করেছে।