প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১:২৪ পি.এম
নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে জেলা জামায়াতের গণমিছিল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখা মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এক বর্ণাঢ্য গণমিছিলের আয়োজন করে। শহরের বড় বাজার এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় চৌরঙ্গি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই গণমিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা বহন করেন এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য মমতাজুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস আমাদের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক।” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী দেশের স্বার্থে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন এবং সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin