প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১:১৭ পি.এম
রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শহিদদের সমাধিতে শ্রদ্ধা

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫' পালিত হয়েছে। সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে জেলার শহিদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (৫আগস্ট) সদর উপজেলার শহিদ মো: আব্দুল গণি শেখ মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার৷
এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার কামরুল হাসান, সিভিল সার্জন,
ডা. এস এম মাসুদ, স্থানীয় সরকার এর উপপরিচালক
মাজহারুল ইসলাম।
ওইসময় জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
জেলার বালিয়াকান্দি উপজেলার শহিদ সাগর আহমেদ এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, চৌধুরী মুস্তাফিজুর রহমান। ওইসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কালুখালী উপজেলার শহিদ মো: কুরমান শেখের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, মহুয়া আফরোজ। ওইসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin