প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১০:০১ এ.এম
পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে অবৈধ সিগারেটসহ দুই কারবারি আটক

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। অভিযানে দুই সিগারেট কারবারিকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় উপজেলার তালতলা বাজার এলাকায়, গোপন সংবাদের ভিত্তিতে।
সোমবার (৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), বিএন (পি নং ২৭৭৭)। অভিযানে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর ৯ সদস্যের একটি সশস্ত্র দল এবং পাথরঘাটা থানা পুলিশের একটি টহল টিম। পুরো অভিযানটি তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তালতলা বাজার সংলগ্ন "সাজিদ ট্রেডার্স" ভবনের নিচ তলায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়— বার্গো টোবাকো কোম্পানির ২৫,৭৬০ শলাকা কিংস সিগারেট ড্রাগন ব্র্যান্ডের ৬,৬৯০ শলাকা সিগারেট এই সিগারেটগুলো বরিশাল থেকে অবৈধভাবে আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছিলো বলে জানা গেছে।
অভিযানে আটক হন— মো. ইসমাইল হোসেন (২৮), পাথরঘাটা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের সেলসম্যান মো. হাসান (৩৫), কাঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও অবৈধ সিগারেটের ডিলার তদন্তে জানা যায়, তারা গত ছয় মাস ধরে পাথরঘাটা ও আশপাশের এলাকায় অবৈধ সিগারেট বাজারজাত করে আসছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় মামলা নম্বর ১৯/২০ অনুযায়ী প্রত্যেককে ২০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।সন্ধ্যা ৬:৩০ মিনিটে, উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে জব্দকৃত সব সিগারেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌবাহিনীর এই তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের অভিযান আরও চালানোর দাবি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin