প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৯:৫৮ এ.এম
গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে জামায়াতের গনমিছিল

মো: সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ।। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে একটি বিশাল গণমিছিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে পথসভায় পরিণত হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম। পথসভায় সভাপতিত্বও করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও গোপালগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হামিদ, এবং কেন্দ্রীয় ইউনিট সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।
পথসভায় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের "ফ্যাসিবাদী কার্যক্রমের কড়া সমালোচনা করেন। তারা বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম ধাপ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই চেতনা জিইয়ে রাখা জরুরি।”
বক্তারা আরও বলেন, “দেশে ভোটাধিকার ও মানবাধিকার ফিরে পেতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে। ”তারা গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin