প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৪:৫৭ এ.এম
কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে অটো চালকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মো. ইমন মৃধা (২৮) নামে এক অটো রিকশাচালক। সোমবার দুপুর ১টার দিকে পৌর শহরের সংলগ্ন নাচনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন মৃধার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামে। তিনি ওই গ্রামের মো. মিজান মৃধার ছেলে। ইমন দীর্ঘদিন ধরে কলাপাড়ার শ্বশুরবাড়ি এলাকায় থেকে অটো রিকশা চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন মৃধা তার শ্বশুর মো. আবুল হোসেনের বাড়িতে বসবাস করতেন এবং সেখান থেকেই জীবিকা নির্বাহ করতেন। সোমবার দুপুরে তিনি শ্বশুরবাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন।
দুর্ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin