প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৪:৫১ এ.এম
ফরিদগঞ্জ কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পশ্চিম একলাশপুরের কাতার প্রবাসীরা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নম্বর পূর্ব চর দুঃখিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এক জমজমাট প্রবাসী কাবাডি টুর্নামেন্ট। সেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে কুয়েত প্রবাসীদের ৩১–২৬ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করল পশ্চিম একলাশপুরের কাতার প্রবাসী কাবাডি দল।
এই ঐতিহ্যবাহী ক্রীড়া ইভেন্টে প্রতিটি দলে অংশ নেয় ছয়জন খেলোয়াড়। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা। প্রথমার্ধে উভয় দলই সমানে সমানে লড়লেও দ্বিতীয়ার্ধে কাতার প্রবাসীরা অসাধারণ দক্ষতা ও ট্যাকটিকসে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ৫ পয়েন্ট ব্যবধানে জয় নিশ্চিত করে।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা জানান, প্রবাসে থেকেও তারা নিয়মিত কাবাডি চর্চা করেন এবং দেশের ঐতিহ্যবাহী এই খেলাটিকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। তারা বলেন, “আমরা দেশের বাইরে থাকলেও মাটি ও সংস্কৃতির টান আমাদের হৃদয়ে গেঁথে আছে। ভবিষ্যতেও দেশের জন্য গৌরব বয়ে আনতে চাই।”
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন: ১৪ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোল্লা, দেলোয়ার হোসেন মাস্টার,
ওয়ার্ড মেম্বার মোঃ রাসেল ব্যাপারি, জালাল আহমেদ সবুজ পাটোয়ারী, সবুজ নক্তি।
ম্যাচটি পরিচালনা করেন সৈয়দ আহমদ ব্যাপারি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর আলোনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইউছুফ। এই উৎসবমুখর টুর্নামেন্টটির আয়োজন করেন কাতার প্রবাসী মহসিন পাটোয়ারী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin