প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ১২:২৭ পি.এম
সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী যুবক আহত

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে সদর উপজেলার লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি একই এলাকার মৃত শেখ সাঈদ উদ্দীনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন সীমান্ত এলাকায় নিজের একটি মৎস্যঘেরে মাছের খাবার দিতে গিয়েছিলেন। ভোরের নির্জন সময়ে ভারতীয় সীমানা থেকে কয়েকজন লোক দ্রুত দৌড়ে আসতে দেখে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় ছোড়া গুলি আলমগীরের ডান পাশের ঘাড়, চোখ ও মাথায় আঘাত হানে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
আহতের ভাগ্নে বেলাল হোসাইন জানান, ঘটনার পরপরই স্থানীয়রা খবর পেয়ে দ্রুত আলমগীরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সেখানে কয়েক ঘণ্টা পার হলেও কোনো প্রকার চিকিৎসা সেবা শুরু হয়নি। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে খুলনার শিরোমনি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে ভোমরা সীমান্তের ৩৩ বিজিবি ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন গণমাধ্যমকে জানান, “আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধভাবে ভারতের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সকালে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই সময় বিএসএফের গুলিতে তিনি আহত হন।”
সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও নিরাপত্তাজনিত ঝুঁকি নতুন নয়। এর আগেও ভোমরাসহ সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত পয়েন্টে অনুপ্রবেশ, চোরাচালান এবং বিএসএফের গুলিতে হতাহতের একাধিক ঘটনা ঘটেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং স্থানীয়দের সচেতনতা বৃদ্ধিই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পারে।
আলমগীরের পরিবার দাবি করছে, সীমান্তের উভয়পারে তৎপরতা সত্ত্বেও চিকিৎসা ব্যবস্থা ও নিরাপত্তায় ঘাটতি রয়েছে। তারা আহত ব্যক্তির উন্নত চিকিৎসার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
সাতক্ষীরা সীমান্তে এই গুলির ঘটনা নতুন করে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সীমান্তে অবৈধ যাতায়াত কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা এই ঘটনায় আবারও প্রমাণ হলো।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin