কেন্দ্রীয় সমাবেশে অংশ নিতে গোপালগঞ্জ থেকে এক হাজার ছাত্রদল কর্মীর ঢাকার যাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কেন্দ্রীয় সমাবেশে অংশ নিতে গোপালগঞ্জ থেকে প্রায় এক হাজার নেতাকর্মী শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত এসব নেতাকর্মী একত্রিত হয়ে ছাত্রদল নেতা ইমরুলের নেতৃত্বে সমাবেশে অংশগ্রহণ করেন।
ছাত্রদলের এই সমাবেশটি দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে অনুষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। গোপালগঞ্জ জেলা ছাত্রদলের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে সংগঠনটির মাঠপর্যায়ের শক্তি এখনো অটুট।
সমাবেশে অংশ নিয়ে নেতা ইমরুল বলেন, “এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে নতুন আন্দোলনের সূচনা করতে চাই। গোপালগঞ্জসহ সারাদেশের ছাত্রদল নেতাকর্মীরা এখন আরও ঐক্যবদ্ধ।”
এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ছাত্রসমাজই গণতান্ত্রিক আন্দোলনের প্রধান শক্তি। আপনাদের ত্যাগ বৃথা যাবে না।” তার এই বক্তব্যে নেতাকর্মীদের মাঝে উজ্জীবন ও নতুন অনুপ্রেরণা জাগে।
সমাবেশ শেষে গোপালগঞ্জ জেলার ছাত্রদল নেতাকর্মীরা সুসংগঠিতভাবে নিজ জেলায় ফিরে যান। তাদের এই অংশগ্রহণ স্থানীয় ও জাতীয় পর্যায়ে ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
ছাত্রদলের এ ধরনের কেন্দ্রীয় কর্মসূচিতে প্রান্তিক জেলা থেকে ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে, তরুণ সমাজ এখনো রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী এবং সচেতন।