প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৯:২২ এ.এম
তাড়াশের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জলিল মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৩ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের নিজ বাড়িতে ৭৯ বছর বয়সি এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান, স্থানীয় মুক্তিযোদ্ধা, মরহুমের স্বজন এবং স্থানীয় জনগণের একাংশ।
রবিবার বিকাল সাড়ে ৫ টায় হামকুড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান ও এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে হামকুড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মাষ্টারকে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছাড়া নেমে এসেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin