একটু বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হয়েছে এক হাঁটু কাদা। বর্ষা এলেই জুতো হাতে নিয়ে সেই সড়কে চলাচল করে কয়েকটি গ্রামের প্রায় হাজার হাজার মানুষ। নানা উদ্যোগ নেওয়া হলেও বছরের পর বছরজুড়ে সড়কটি ঘিরে শেষ হয়নি দুর্ভোগ।
শেষ পর্যন্ত সেই সড়কে ধানের চারা লাগিয়ে এই দুর্ভোগের প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী।
শনিবার (২আগষ্ট) দুপুরে স্থানীয়রা কাদাযুক্ত রাস্তার ওপর ধানের চারা রোপণ করেন। অভিনব এই প্রতিবাদের ছবি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশল নগর উত্তর পাড়া কাঁচা সড়কটির অবস্থান। গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় আশির দশকে মাটির এই সড়কটি মানুষ চলাচলের জন্য নির্মাণ করা হয়েছিল।
তাছাড়া সড়ক ঘেঁষে আশপাশের গ্রামগুলোতে বসতি গড়ে উঠেছে। এতে সড়কটির ওপর নির্ভরশীলতা বাড়লে পাকা করা হয়নি। বিষয়টি দায়িত্বশীলদের বারবার অবগত করেও কোনো লাভ হয়নি। সবশেষ সড়কে ধান চাষ করে প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী।
প্রয়োজনীয় সব কাজ আর জেলা উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে কাঁচা ওই সড়ক দিয়েই চলাচল করতে হয় গ্রামের মানুষদের। একই সঙ্গে জমিতে চাষাবাদের জন্য বীজ, সার কীটনাশক এবং খেতের উৎপাদিত ফসল পরিবহনেও দুই পাড়ের বহু কৃষক কাঁচা সড়কটি ব্যবহার করেন।
স্থানীয় ফজলুল হক বলেন, শুষ্ক মৌসুমে ধুলো আর বর্ষায় হাঁটু কাদা মাড়িয়ে চলাচল করতে হয়। কাঁচা সড়কটি নির্মাণের পর বহুমাত্রিক রাজনৈতিক পালাবদল ঘটলেও এলাকার উন্নয়নে সড়কটি আর পাকাকরণ করা হয়নি। তাই চলাচলের অনুপযোগী সড়কের কাদায় ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ জানিয়েছি।
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফর্সা বলেন- রাস্তাটি বেহাল দশা সেখানে একটি মসজিদ রয়েছে সেখানে নামাজ পড়তে অনেক কষ্ট হয় ।