প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৬:৩০ এ.এম
তেঁতুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসন্ন ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক প্রস্তুতি সভা আয়োজন করেছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া এবং আবু বক্কর সিদ্দিক (কাবুল)। সভায় আরও উপস্থিত ছিলেন দেবনগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বসির আলী, এবং শালবাহান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
“৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্মরণীয় দিন। ছাত্র ও জনতার মিলিত প্রতিরোধে স্বৈরাচার পতনের যে ইতিহাস রয়েছে, তা স্মরণ করতেই দিনটি জাতীয়ভাবে পালন করা হবে।”
তারা আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ দিনটিকে “গণঅভ্যুত্থান দিবস” হিসেবে জাতীয় স্বীকৃতি দিয়েছে, এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে তেঁতুলিয়ায়ও শান্তিপূর্ণভাবে দিবসটি পালিত হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত নেতারা বলেন,“দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দিবসটির তাৎপর্য তুলে ধরতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের এই দিনে জনগণকে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
সভা শেষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পথসভা, মানববন্ধন ও আলোচনা সভার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin