প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৬:১৫ এ.এম
পাথরঘাটায় জামায়াতের কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নতুন করে মেরুকরণ ও সাংগঠনিক তৎপরতা। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখা আয়োজিত একটি কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এই সমাবেশে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী পৃথকভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা আমীর হাফেজ মাওলানা মাসুদুল আলম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আমীর ও বরগুনা-১ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, বরগুনা-২ আসনের প্রার্থী ডা. সুলতান আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাও. আফজালুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল-মামুন, সহকারী সেক্রেটারি মো. শামিম আহসান, এবং সাবেক জেলা আমীর মাও. আবুজাফর মো. সালেহ প্রমুখ।
বক্তারা বলেন, “দীর্ঘ প্রতিক্ষার পর ছাত্রদের গণ-আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। মানুষ বলছে, সব দল দেখা শেষ—এবার জামায়াতের পালা।” তারা আরও উল্লেখ করেন, “আগামীতে দিনের ভোট রাতে বা মৃতদের ভোট দিয়ে আর সরকার গঠন সম্ভব নয়। ইসলামি দলগুলোর ঐক্য দেশের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।”
নেতারা দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, “ভোট কেন্দ্রগুলোতে জামায়াতের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবে। ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নেতারা শহিদ হয়েছেন। আমরা কোনো পরাশক্তিকে ভয় করি না—আল্লাহই আমাদের রক্ষাকারী।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin