প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১:০৯ পি.এম
গোপালগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো “মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা”। এ উপলক্ষে এস.এস.সি, দাখিল এবং ভোকেশনাল সমমানের ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এই মিলনমেলা যেন ছিল গোপালগঞ্জের শিক্ষা অঙ্গনের একটি উৎসবমুখর দিন। জেলার পাঁচটি উপজেলার কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার বিষয় নয়, বরং একজন মানবিক মানুষ হয়ে দেশের জন্য কাজ করার অঙ্গীকার থাকা উচিত। লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্ববোধ অর্জন করতে হবে।” তিনি আরও বলেন, “স্কুল-কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অযৌক্তিক অনুপস্থিতি শিক্ষার মান হ্রাস করে—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, এবং গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ গোলাম কবির।
এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউএনও, সহকারী কমিশনার, শিক্ষা কর্মকর্তা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের এই সম্মাননা অনুষ্ঠানটি ছিল তাঁদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।
অভিভাবকরা জেলা প্রশাসকের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিবছর এস.এস.সি পরীক্ষার পর এই ধরনের সংবর্ধনা আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ জাগিয়ে তুলবে এবং শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা বিকাশে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin