রাজবাড়ীতে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান

রাজবাড়ীতে উদযাপিত হলো ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫’। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার শীর্ষ তিন রেমিট্যান্স প্রেরণকারীকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা স্মারক।
শনিবার (২ আগস্ট) রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি একদিকে যেমন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর মঞ্চ ছিল, অন্যদিকে তেমনি এটি নতুন প্রজন্মের প্রবাসীদের উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেও বিবেচিত হয়েছে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে রাজবাড়ী জেলা প্রশাসন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং ওয়েলফেয়ার সেন্টার, রাজবাড়ী।
সভাপতিত্ব করেন টিটিসি রাজবাড়ীর অধ্যক্ষ মো. আরিফ হোসেন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রেমিট্যান্স প্রেরণকারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা রেমিট্যান্স যোদ্ধাদের আত্মত্যাগ, পরিশ্রম ও দেশের অর্থনীতিতে তাদের অনবদ্য অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে এই প্রবাসীরা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে অসামান্য ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলার যাঁরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন—তাঁদের মধ্যে শীর্ষ তিনজনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং অন্যান্য প্রবাসীদের এ পথ অনুসরণের আহ্বান জানানো হয়।
রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানটি রাজবাড়ীর মানুষের কাছে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে, যা ভবিষ্যতে প্রবাসী কর্মীদের প্রতি আরও শ্রদ্ধা ও সহমর্মিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মত দেন আয়োজকেরা।