প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৯:৩৯ এ.এম
জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবন থেকে পড়ে আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আরিফুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। তিনি অনিক ট্রেডার্সে কর্মচারী বলে জানা যায়।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাত এগারোটা দিকে বিষয়টি জানাজানি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন লাইব্রেরি ভবনের লেকচার থিয়েটারের চতুর্থ তলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে অবস্থা খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেলে পাঠালে রাস্তায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিংতম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক আরিফুলকে নিয়ে মেডিকেলে আসেন। তারা জানান, তিনি ওপর থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল ও দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর দেখে আমি তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত এনাম মেডিকেলে পাঠিয়ে দিই।’
নির্মাণাধীন ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে অনিক ট্রেডিং কর্পোরেশন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় রয়েছি। আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ আছে। তবে কিছু শ্রমিক সেখানে অবস্থান করছিলেন। আমাকে ফোন করে জানানো হয়, একজন শ্রমিক পড়ে মারা গেছেন। এর বাইরে আমি বিস্তারিত কিছু জানি না।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে অথচ প্রশাসনকে জানানো হয়নি। এ বিষয়ে প্রশাসনিক মিটিংয়ে তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin