প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৯:৩৪ এ.এম
সুনামগঞ্জের বিভিন্ন সীমন্তে বিজিবির অভিযানে ৩২ টি গরু আটক

সুনামগঞ্জ জেলার ভারতীয় সীমান্তবর্তী তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩২টি ভারতীয় গরু এবং একটি স্টিল বডি নৌকা আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সদস্যরা।
এসব গবাদিপশুর মোট বাজার মূল্য প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, ২ আগস্ট ভোররাতে (০১৩০ ঘটিকায়) তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বিরেন্দ্রনগর বিওপি কর্তৃক কচুয়াছড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১টি স্টিল বডি নৌকা ও ১৮টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর বাজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।
একই দিন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর সীমান্ত এলাকায় বাঁশতলা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় গরু আটক করে। এর বাজার মূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত গরুগুলো এবং নৌকাটি শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়াব কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।”
সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin