প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৯:৩৩ এ.এম
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে এ অস্ত্রোপচার অনুষ্ঠিত হয়।
জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ভোরের বাণীকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং এরপরই সার্জন দল অস্ত্রোপচারের কার্যক্রম শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে অপারেশন সফলভাবে শেষ হয়।
চিকিৎসক দলের সদস্য ডা. খলিদুজ্জামান জানান, “জামায়াত আমিরের বাইপাস সার্জারি সফল হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যায়ক্রমে তার শারীরিক অবস্থার আপডেট দেওয়া হবে।”
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে দুইবার ঢলে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তিনি বসে বসে বক্তব্য দেন। দুই দিনের বিশ্রামের পর তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিতে রংপুর, খুলনা ও মৌলভীবাজার সফর করেন। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদরোগ পরীক্ষায় তার হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে, যা নিরসনে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
পারিবারিক ও দলীয় সূত্র জানায়, সার্জারির পর থেকে তিনি স্বাভাবিক চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin