গীবতের ভয়াবহতা নিয়ে আলোকপাত — গীবতের ধরন, মাধ্যম ও ইসলামে এর বিধান। হাদিস ও প্রমাণসহ বিস্তারিত জানুন।
গীবত বা পরনিন্দা একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। হাদিসে গীবতকে এমন এক কাজ বলা হয়েছে, যেখানে একজন ব্যক্তি তার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলে যা সে অপছন্দ করে। এমনকি কথাগুলো সত্য হলেও তা গীবত হিসেবে গণ্য হয়, আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ হিসেবে ধরা হয়।
“তুমি যদি তোমার ভাইয়ের এমন দোষ উল্লেখ কর যা তার মধ্যে বিদ্যমান থাকে তবে সেটিই গীবত। আর যদি তা তার মধ্যে না থাকে তবে তুমি তাকে অপবাদ দিলে।” (তিরমিজি: ১৯৩৪)