প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১:১৪ পি.এম
গভীর সমুদ্র থেকে ভেসে এলো জেলের মরদেহ

কুয়াকাটায় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা জেলে নজরুল হাওলাদার (৬০)-এর মরদেহ গভীর সমুদ্র থেকে ভেসে এসেছে।
শুক্রবার ( ১ আগস্ট ) সকাল ৮টার দিকে মীরাবাড়ী স্থানে, স্থানীয়রা সমুদ্রের পাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে নিহতের ছেলে নাসির হাওলাদার এসে মরদেহটি শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, সমুদ্রের পাড়ে ব্লকের উপরে মরা দেহটি দেখতে পান তারা এবং সাথে সাথে এলাকাবাসী পুলিশকে জানান।
মৃত্যু ব্যক্তির ছেলে নাসির হাওলাদার বলেন, আমার বাবা নজরুল হাওলাদার ২৩ জুলাই মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিলেন। এসময় তাদের ট্রলার ডুবে গেলে তিনি নিখোঁজ হন। কয়েকদিন পর আজ সকালে তার মরদেহ ভেসে আসে।
ঘটনাস্থলে উপস্থিত কুয়াকাটা নৌ পুলিশের এএসআই মনিরুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin