হাবিবুর রহমান, গোবিপ্রবি।। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি তারিক লিটু ‘চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি পদক–২০২৪’ অর্জন করেছেন। অনুসন্ধানী ও দুর্নীতিবিরোধী সাহসী সাংবাদিকতার জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর আয়োজনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এই পদক তুলে দেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারিক লিটু একজন তরুণ হলেও সাংবাদিকতার মূলে যিনি কাজ করেন সাহস, সততা ও দায়বদ্ধতা নিয়ে। তাঁর লেখায় উঠে আসে প্রান্তিক মানুষের কষ্ট, প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্নীতির নেপথ্য চিত্র। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন বারবার সমাজকে নাড়া দিয়েছে।
২০১৬ সালে গোবিপ্রবি প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন লিটু। সেই সময় থেকেই তিনি ছাত্র সাংবাদিকতা ও জনস্বার্থে রিপোর্টিংয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন এক সাহসী কণ্ঠস্বর হিসেবে। হামলা-মামলা কিংবা হুমকির মুখেও কখনো পিছিয়ে যাননি তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে তারিক লিটু কাজ করেছেন দেশের প্রখ্যাত সংবাদমাধ্যম—সমকাল, জাগো নিউজ, যায়যায়দিন-এ। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক লিবার্টি নিউজ-এর বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। তারিক লিটুর সাংবাদিকতা শুধু সংবাদ কাভারেজেই সীমাবদ্ধ ছিল না; তিনি দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী ব্যক্তিদের মুখোশ উন্মোচন, বন ও নদী দখল প্রতিরোধ এবং খুলনার উপকূলীয় কয়রার উন্নয়ন বঞ্চনার মতো বিষয় নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন।
সাংবাদিকতার বাইরে তিনি কয়রায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ত্রাণ, শিক্ষা সহায়তা ও পরিবেশ রক্ষায় সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন।
সাংবাদিকতার এই স্বীকৃতিকে পুরো মফস্বল সাংবাদিক সমাজের সম্মান বলে উল্লেখ করে তারিক লিটু বলেন, “এই সম্মাননা শুধু আমার নয়, সব সাহসী সাংবাদিকদের; যারা সত্য বলার দায়িত্বকে জীবনের অংশ বানিয়েছেন। সমাজ ও রাষ্ট্রের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকতাকে আরও নিরাপদ করা জরুরি।”